ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি ::::  ডুমুরিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ২৫শে জানুয়ারি দুপুরে স্বাধীনতা চত্বর মাঠে অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও

প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, টিকেন্দ্রনাথ সানা, অধ্যক্ষ মনিরুল ইসলাম, আব্দুস সালাম মিয়া, ও জাহাঙ্গীর আলম। মেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ ডুমুরিয়া মহাবিদ্যালয়, স্কুল পর্যায়ে ডুমুরিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা

নির্বাচিত হন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসা অধ্যক্ষ  মহিবুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষক রেজোয়ান শেখ, শ্রেষ্ঠ শিক্ষার্থী স্কুল পর্যায়ে অর্ণিকা সরকার খুশি ও মাদ্রাসা পর্যায়ে আনতারা ফাইরুজ নির্বাচিত হন। এরপর প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top