মাদারীপুর জেলা শাখার কমিটি ঘোষণা করেছে যুব অধিকার পরিষদ

প্রতিবেদকঃ মীর ইমরান মাদারীপুরঃ মাদারীপুর জেলা শাখার কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার (১৩জানুয়ারি) বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। পূর্ণাঙ্গ কমিটিতে জিলান আহম্মেদকে সভাপতি, আব্দুল আজিজ ফকিরকে

সাধারণ সম্পাদক ও আবু তাহের শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৮৪ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ জিলান আহম্মেদ বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী অঙ্গ-সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ,আমাকে মাদারীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি করায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের সন্মানিত আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগীয়

উপকমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, মাদারীপুর জেলা শাখা মাদারীপুরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা ও বেকারমুক্ত যুব সমাজ গঠনে কাজ করবে। মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। স্বাধীনতার ৫১ বছর পরেও এদেশের মানুষের মুক্তি মেলেনি। মানুষ অধিকার বঞ্চিত, গণতান্ত্রিক একটা রাষ্ট্রে মানুষের ভোটাধিকার নেই। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করনে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top