প্রতিবেদক: জালাল উদ্দিন :: মৌলভীবাজারের পর্যটন-নগরী চায়ের রাজধানী শ্রীমঙ্গলে কালের কন্ঠ পত্রিকা ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩ ইং, শহরের ভানুগাছ সড়কে একটি রেস্টুরেন্টে সন্ধ্যায় কালের কন্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও নয়া দিগন্ত শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কাটেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র
মহসিন মিয়া মধু। এ সময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, প্যানেল মেয়র মীর এম এ সালাম, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর তানিয়া আক্তার, দৈনিক দেশবাংলা সিলেট বিভাগ প্রধান ইসমাইল মাহমুদ, দৈনিক ভোরের ডাক মৌলভীবাজার জেলা সংবাদদাতা জালাল উদ্দিন, দৈনিক মানব কন্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার বাবলা, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম, দৈনিক ইনকিলাব শ্রীমঙ্গল
প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, দৈনিক খবর পত্র শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুজাহিদ, দৈনিক প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, দৈনিক প্রতিদিনের সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধি আবদুর শুকুর, দৈনিক সন্ধ্যাবাণী শ্রীমঙ্গল প্রতিনিধি রুমন চৌধুরী, নারী উদ্যেক্তা মিথিলা সরকারসহ নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ প্রমুখ।