এইচ.এম.সাইফ উদ্দীন আল-আজাদ| কুষ্টিয়া :: লাইসেন্সের শর্তভঙ্গ করে চলছে বেঙ্গল হোমিও ল্যাবরেটরী। ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে সকল প্রকার ঔষধ কোম্পানী পরিদর্শন করা হয়। নবায়নের পূর্বে পরিদর্শক দল পরদর্শনপূর্বক শর্ত প্রদান করে থাকেন। শর্ত বাস্তবায়ন সাপেক্ষে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়। কাভার্ড এরিয়ায় ঔষধ উৎপাদন করতে হয়। তা সম্পূর্ণ রূপে সংরক্ষিত এলাকা হতে হয়। বিগত ৪ বেঙ্গল হোমিও ল্যাবরেটরী পরিদর্শনকালে পরিদর্শক
দল দেথতে পান একই সিড়ি দিয়ে ঔষধের কারখানায় এবং বাড়িতে মানুষ প্রবেশ করে। এই দেখে তারা বাড়ি কারখানা আলাদা করার শর্ত প্রদান করেন। বেঙ্গল হোমিও ল্যাবরেটরী ঔষধ প্রশাসন অধিদপ্তরকে শর্ত বাস্তবায়ন হয়েছে মর্মে চিঠি দিয়ে জানায়। তৎকালীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়াহেদুর রহমান পরিদর্শন পূর্বক জানান শর্ত বাস্তবায়ন হয় নাই। এরপর কারখানা আর বাড়ি পৃথক করা হয়েছে মর্মে লিখিত জানান বেঙ্গল হোমিও ল্যাবরেটরীর সত্ত্বাধিকারী ডাঃ বিশ্বনাথ
পাল। পরির্দশনকালে পরিদর্শক দল দেখতে পান কারখানা থেকে বাড়ি আলাদা করা হয়েছে। বেঙ্গল হোমিও ল্যাবরেটরীর লাইসেন্স নবায়ন হয়। সহকারী পরিচালক ওয়াহেদুর রহমান উপপরিচালক হয়ে কুষ্টিয়া থেকে বদলী হয়ে যান। লাইসেন্স নবায়ন হওয়ার পর বাড়ি আর কারখানা আবার আগের অবস্থায় চলে যায়। এখন কারখানার সিড়ি ব্যবহার করে বাড়ি ব্যবহার করা হচ্ছে। এখানে পরিষ্কার ভাবে লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে বেঙ্গল হোমিও ল্যাবরেটরী। নিয়মানুযায়ী লাইসেন্স সাসপেন্ড হওয়ার কথা।
কিন্তু এখন পর্যন্ত বহাল তবিয়্যতে আছে। এদিকে গত বৃহস্পতিবার ভেজাল ঔষধ তৈরী হওয়ার বিষয়ে একটি সংবাদ প্রকাশ হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন হাজির হন কারখানায়। সেখান থেকে ১১ ধরণের ঔষধ সিজার লিষ্টের মাধ্যমে সংগ্রহ করেন। তা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরীতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এদিকে বিদেশ থেকে আমদানী করা ৫ হাজার লিটার এ্যালকোহল ঔষধ তৈরী ব্যবহার হচ্ছে কি
না তা পরিদর্শনের জন্য বৃহস্পতিবার সকালে বেঙ্গল হোমিও ল্যাবরেটরীর কারখানায় যান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়ায় কর্মরত ইন্সপেক্টর বেলাল সহ তার টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার জানান, ঔষধ উৎপাদনের জন্য তারা বিদেশ থেকে এ্যালকোহল নিয়ে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লাইসেন্স রয়েছে তাদের। কিন্তু সেই লাইসেন্সের অনুকুলে এ্যালকাহল না নিয়ে বিদেশ থেকে কেন এ্যালকোহল নিয়ে আসছে এর পেছনে কোন অসৎ উদেশ্যে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়মের কোন ব্যতয় ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।