লোহাগড়ায় মহিলা কাউন্সিলর এর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও মহিলা কাউন্সিলর এবং লোহাগড়া পৌর মহিলা দলের সভাপতি মোসাম্মৎ খালেদা জামান এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। ২৬ ডিসেম্বর সোমবার দুপুর ১টার সময় লোহাগড়া মদিনা পাড়ার সাবেক কমিশনার আকিদুল ইসলাম হুরাই এর বাড়ির সামনে শতাধিক নারী -পুরুষ মিলে খালেদা জামানের অপকাণ্ডের বিরুদ্ধে ১ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক লীগের নেতা মোঃ আকিদুল ইসলাম হুরাই, মোঃ শফিকুল ইসলাম, এবং সুমি বেগম, এবং মুঠোফোনে বক্তব্য দিয়েছে লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি।আকিদুল ইসলাম হুরাই বলেন, খালেদা জামান মহিলা কাউন্সিলর হওয়ার পর থেকে এলাকার মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে এবং কোন কিছু তোয়াক্কা করে না।ও বিভিন্ন সময় এলাকায় বিএনপি’র মিটিং বৈঠক করে থাকে।

শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন তার কর্মকান্ডে কিছু বললে সে নিজে শরীরে জামা কাপড় ছিড়ে মামলার ভয় দেখায়, এবং মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। এবং পুলিশ সাংবাদিক তার কিছু করতে পারবে না বলেও জানাই,সুমি বেগম বলেন, খালেদা জামান এলাকায় সব ধরনের মানুষের সাথে খারাপ আচরণ করেন, সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। তার হাত থেকে আমরা মুক্তি চাই এই কারণে মানববন্ধন করেছি।

এবিষয়ে লোহাগড়া উপজেলার মহিলা ভাই চেয়ারম্যান এবং ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ফারহানা ইয়াসমিন ইতির সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন খালেদা জামান বিএনপি রাজনীতির সাথে জড়িত আছে আমি জানি এবং পদে রয়েছে, আর ভয়-ভীতির বিষয়ে এলাকার লোকজনের সাথে কথা বলে জেনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top