রিপোর্টার মাসুদ রানাঃ বগুড়ার ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা নামক স্থানে আবাদী জমি থেকে মাটি কাটা মেশিন বেকু লাগিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার ( ২৫ ডিসেম্বর) আনুমানিক বেলা ২ টায় উপজেলার নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্ত ফড়িংহাটা এলাকায় অভিযান চালান। এসময় মাটি ব্যবসায়ী নুরু মিয়া আবাদী জমি থেকে মাটি কাটা মেশিন (বেকু) লাগিয়ে মাটি বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যমান আদালত হাতেনাতে ওই ব্যবসায়ীকে ধরে ফেলে। পরে তাকে ১ লাখ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার মহন্ত জানান,আবাদী জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রির দায়ে মোঃনুরু মিয়াকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ ভাবে মাটি উত্তলনে, এ অভিযান অব্যাহত থাকবে।