রিপোর্টারঃ মনজুরুল ইসলামঃ নানা আয়োজনে নাটোরে পালিত হচ্ছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিষ্টধর্মানুসারীরা আজ যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করছেন। দিবসটি উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ধর্মপল্লী গীর্জায় দুই দফায় প্রাথর্না ও ধর্মীয় গান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭ টা ও সাড়ে ৯টায় দুই দফায় প্রার্থনায় নাটোর জেলার খ্রিষ্টান ধর্মানুসারীরা অংশ নেন।প্রার্থনায় বাংলাদেশ সহ সারা
পৃথিবীতে শান্তি কামনা করা হয়। প্রথর্না শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভ বড়দিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান ও নাটোর জেলা প্রশাসক শামিম আহম্মেদ ও বড়াইগ্রাম উপজেলার বনপাড়াস্থ ধর্মপল্লীর ফাদার ডিলিপ এস রোজারিও বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন সহ অন্যনরা ।