লাঙ্গলের জয় হোক, মোস্তফার জয় হোক বললেন রাজমিস্ত্রী

শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টারঃ লাঙ্গলের জয় হোক, মোস্তফার জয় হোক। লাঙ্গলের জয় হলেই রংপুরবাসীর উন্নয়ন হবে। দরিদ্র মানুষের উন্নয়ন হবে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচনী গণসংযোগ চলাকালে প্রেসক্লাব সংলগ্ন নবনির্মিত সমবায় কমপ্লেক্স ভবনের পলেস্টার করার কাজের ফাঁকে এক রাজমিস্ত্রিকে এভাবেই শ্লোগান দিতে দেখা যায়। এ সময় ভবনের সামনের সড়কে চলাচলরত মানুষজনও তার সঙ্গে সঙ্গে শ্লোগান দেয়। এসময় সরেজমিনে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় প্রতিবন্ধী

ভোটার সবুজ মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, একজন সৎ-যোগ্য ও সাদা মনের মানুষই হচ্ছেন মোস্তফা। ভ্যান চালক থেকে শুরু করে সব ধরনের মানুষই মেয়র মোস্তফার কাছে যেতে পারেন। মনের কষ্টের কথা তার কাছে বলতে পারে। তাদের সুখ-দুঃখ-বেদনা তিনি নিজের করে নেন। সবুজ বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমি চলাচল করতে পারি না। এই মোস্তফাই আমাকে হুইল চেয়ার দিয়ে আমাকে চলাচলের ব্যবস্থা করে দিয়েছে। আমার মতো আরও অনেক প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন মেয়র মোস্তফা। আমি দোয়া করি, বিপুল ভোটে এবারও তিনি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবেন। ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, মাত্র ৫ বছরেই পুরো রংপুর সিটি

কর্পোরেশন এলাকার ব্যাপক উন্নয়ন করেছেনমোস্তাফিজার রহমান মোস্তফা। সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার কাঁচা রাস্তাগুলো আজ পাকা হয়েছে। প্রতিটি সড়কেই সড়ক বাতি জ্বলছে। রিকসা চালক নিমাই চন্দ্র বলেন, ৫ বছরের মধ্যে মাত্র ৩ বছরে তিনি রংপুরের ব্যাপক উন্নয়ন করেছেন। করোনা মহামারীর সময় তিনি অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। কর্মহীন মানুষদের তিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। গত নির্বাচনের মতোই এবারও বিপুল ভোট দিয়ে মোস্তফাকে জয়ী করে আনবো।এদিকে শনিবার দিনভর জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, বেতপট্টি, হাড়িপট্টি, তালতলাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ চালান। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা

করেন। গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মাহবুবার রহমান বেলাল, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top