কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে মোমবাতি প্রজ্বলন

কেরানীগঞ্জ থেকে  ইমরান হোসেন ইমু:::  ঢাকার কেরানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন মাধ্যমে শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে আলোর মিছিল করেছেন আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন। দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন সামাজিক রাজনৈতিক, পেশাজীবি সংগঠন কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার শহীদ বুদ্ধিজীবিদের স্বরনে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন, শহীদবেদিতে

ফুলদিয়ে স্বরন অনুষ্ঠিত হয়। এ সময় শপথ বাক্য পাঠকরান কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন। ১৯৭১ সালে এই দিনে পাক হানাদার বাহিনী আলবদর আলশামস বাংলাদেশের সূর্য সন্তানদের হত্যার মধ্যেদিয়ে বাংলাদেশের মেধাবীশূন্য করতে বুদ্ধিজীবিদের হত্যা করেছিল। কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা

আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এ্যাড.জাকির আহমেদ, ডাঃ মোঃ হাবীবুর রহমান, অহিদুল ইসলাম রাসেল, শামসুল ইসলাম সনেট সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top