সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন শাহজাদপুরে কৃতিসন্তান নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজাদপুরে কৃতিসন্তান  নাসির উদ্দিন।
গত ৩০ জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পঞ্চবার্ষিকী সম্মেলন ২০২২  অনুষ্ঠিত হয় এবং উক্ত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং তারই ধারাবাহিকতায় তাদের ওপর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব পড়ে ।

সকল বিষয় বিশ্লেষন করে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আকবর আলী (অবঃ অফিসার বাংলাদেশ সেনাবাহিনী ) তার ছোট সন্তান মোঃ নাছির উদ্দিন । তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার সন্তানদের কে তিনি ধন্যবাদ জানান ।

তিনি বলেন আমার জন্য সবাই দোয়া করবেন , আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কে আর সুসংগঠিত ও একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলতে পারি। সকল মুক্তিযোদ্ধা সন্তানকে এক ছাতার নিচে একত্রিত করে সোনার বাংলা গড়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top