জামিরুল ইসলাম রেজাঃ ছাতকের কৃতি সন্তান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মো. মঈন উদ্দীন ট্রাস্টের উদ্যোগে মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৬০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২৭৬ জন শিক্ষার্থীরা এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে ডাক্তার মো. মঈন উদ্দীন ট্রাস্ট এর পক্ষ থেকে এককালীন বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদ, কেন্দ্র সচিব গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, হল সুপার ছিলেন রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান, সহকারী হল সুপার গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক
আহমদ।মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা ডাক্তার মঈন উদ্দিন এর সহধর্মিনী ডাক্তার রিফার জাহান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, ট্রাস্টের সদস্য ডাক্তার জহির আহমেদ, সহকারী অধ্যাপক ডাক্তার নুরুল হুদা নাঈম, সহকারী অধ্যাপক ডাক্তার তানভীর মোহিত, সহকারী অধ্যাপক ডাক্তার মাহবুব আলম
জীবন, সহকারী অধ্যাপক ডাক্তার আহমদ নাসিম হাসান লাভলু, ডাক্তার নুসরাত জাহান, ব্যবসায়ী নজরুল ইসলাম, ডাক্তার মঈন উদ্দিনের ভগ্নিপতি ছালেহ আহমদ, ফজল মিয়া, খছরুজ্জামান, মৈশাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিতা বোন হাফিজা খাতুন ও বাছিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিয়া খাতুন।