বাগেরহাট প্রতিনিধিঃ দুর্নীতি প্রতিরোধে আমার সবাই একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে,দুর্নীতি প্রতিরোধে জনগন ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে বাগেরহাটে
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস২০২২উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর
উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রিজিয়া পারভিন, দুর্নীতি দমন কমিশনের পিপি এ্যাডকোকেট মিলন
কুমার ব্যানার্জী, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার,বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসানমিলন, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের প্রতিনিধি গোপিনাথ সাহা,এমএ সালাম,
বাঁধনের প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, রবিউল ইসলাম, প্রকল্প সহায়ক ফারজানা ববি,শহিদুলইসলাম
,শামিম আহসান, শায়েলা শিমু, ট্রেইনিং অফিসার
সামিয়া আক্তার রুপা, এছাড়া বাঁধন মানব উন্নয়ন সংস্থার নাগরিক কমিটির সদস্য, সাংবাদিক, মহিলা পরিষদের নেতৃবৃন্দসহ সাধারন লোকেরা উপস্থিত
ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন দুর্নীতি আমাদের সমাজে জালের মত বিস্তার লাভ করেছে এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। দুর্নীতি যে কোন দেশের জন্য মরণব্যাধি এ ব্যাধি থেকে মুক্ত হতে হলে সকলকে এক যোগে কাজ করতে হবে।মানববন্ধনে বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলে একসাথে কাজ করবে বলেপ্রতিশ্রুতি দেয়।