বানর গলায় মুক্তোর মালা দিতে চায়

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধিঃ বানর দিতে চায় গলায় মুক্তোর মালা তেমনি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডাকাত জামাল ২০০৮ থেকে ১০ সালের দিকে চরমোন্তাজ একটি ভয়াবহ ডাকাতি হয় সেই ডাকাতিতে সিকান্দার সরদারের ছেলের বউ জোসনাকে গুলি করে ডাকাত জামাল ২ নাম্বার আসামি ওই মামলায় ডাকাত জামাল মোট তিনজন আসামি। আলম মোল্লা ডাকাত জামাল নাসির বিশ্বাস এই

ডাকাতদের কাছ থেকে মুক্তি চায় এলাকাবাসী। এদিকে আজ ৮তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় চরমোন্তাজ ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন। সম্মেলনে ডাকাত জামাল চরমোন্তাজ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাই চরমোন্তাজ ইউনিয়ন শ্রমিকলীগের ত্যাগী কর্মী ও এলাকারবাসী দাবী ডাকাতে হাত থেকে বাচতে ও ত্যাগী কর্মীদের এই কমিটিতে দেখতে চায়।এলাকায় বাসী আরো বলেন যে জামাল ডাকাত যদি

এখন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক করা হয় তাহলে সে আওয়ামী লীগের ছাত্র ছায়া খুন-খারাবি এলাকার মানুষের উপর নির্যাতন কাজ করতে পারে। এখন খুব শান্তিতে আছে এলাকার মানুষের দাবী।ডাকাত জামাল যদি এই চরমোন্তাজ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হয় তাহলে গরু মহিষ চুরি বেড়ে যেতে পারে। এলাকাবাসীর একটি দাবি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন

জাতীয় শ্রমিক লীগ একটি সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ কমিটি যেন হয় এবং তারা আরো বলেন ২০২৪ এর পহেলা জানুয়ারি নির্বাচনটা খুব একটি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জের নির্বাচন। তাদের দাবি যাদেরকে শ্রমিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হবে তারা যেন এই দলটাকে সুসংগঠিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top