আলীকদমে ৩১ বীর সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

আলীকদম (বান্দরবন) প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলায় ৩৭০পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল যাত্রীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বীর আলীকদম সেনা জোনের সদস্যরা। ৭ ডিসেম্বর ২০২২খ্রীঃ বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় ৩১ বীর আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন চেকপোস্ট এলাকায় জোনের এফএস এর বিশ্বত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে যাত্রীবাহী একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৩৭০ পিচ

ইয়াবা সহ হাতেনাতে আটক করেন মাদক কারবারি মোঃ আবু তাহের( ২৬) নামের এক ব্যক্তিকে। আটক কৃত ব্যক্তি বাড়ি গাইবান্ধা জেলায়। তার পিতা নাম মৃতঃ নুরুল ইসলাম গ্রামঃ সুজালপুর পোঃ বারকোনা থানাঃ সাঘাটা এর বাসিন্দা। আবু তাহের আলীকদম উপজেলার কুরুকপাতা, পোয়ামুহুরী সীমান্ত সড়কে ৯ নং ব্রীজে কনস্ট্রাকশন কাজে মিস্ত্রি হিসাবে নিয়োজিত ছিলেন সেখানে সে অস্থায়ী তাবু ঘরে থাকতো। আটককৃত ইয়াবা

গুলোর আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন আলীকদম সেনা জোন। জোন জানায় আটক কৃত ব্যক্তিকে আইনী কার্যক্রমের এর জন্য আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি আলীকদম থানা নিশ্চিত করেছে সেনাবাহিনী কর্তৃক ইয়াবা সহ আটক ব্যক্তিকে পুলিশ নিকট হস্তান্তর করা হয়েছে । আটককৃত ব্যক্তি বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top