আমরা অবসরপ্রাপ্ত নাবিকের অষ্টম বর্ষের ৫ম মিলন মেলা ও সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিনিধিঃ অবসরে যাওয়ার পর “আমরা অবসরপ্রাপ্ত নাবিক” (বাংলাদেশ নৌবাহিনী) সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রকারের সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে ।শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডস্থ রয়েল বেঙ্গল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংগঠনের অষ্টম বর্ষের ৫ম মিলন মেলা ও সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।অনুষ্ঠানে সবচেয়ে প্রবীন নাবিক অনারারী লেঃ মনিরুল

ইসলাম (ই) বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজরাড়ী বিল্ডার্স লিমিটেড-এর সত্বাধিকারী ইঞ্জিনিয়ার জনাব আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা জনাব আমির হোসেন বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ শেখ স্যার, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম নুরুদ্দিন, জনাব সাইফুল ইসলাম মনি। অনুষ্ঠানের শুরুতে বিগত দিনে মৃত

নৌবাহিনীর সদস্যদের রুহের মাগফেরাত ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন জনাব আবুবকর সিদ্দিক। এরপরে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করা হয়। ঢাকা জোনের সভাপতি জনাব কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন, চীফ এভমিন ও সভাপতি রাজশাহী জোন, জনাব খন্দকার আব্দুল মান্নান, খুলনা

জোনের সভাপতি আঃ জলিল, বগুড়া জোনের সভাপতি সাইফুল ইসলাম, দিনাজপুরে জোনের সভাপতি সাজু খান কোরবান, বরিশাল জোনের সভাপতি এম এ করিম, রংপুর জোনের সভাপতি মুস্তাফিজুর রহমান, কুমিল্লা জোনের সভাপতি কবির সরকার, ঢাকা জোনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অঃলেঃ এম আলাউদ্দিন , আব্দুল গনি এমসিপিও( সিডি) (অবঃ), অঃলেঃ দেলোয়ার হোসেন , একরাম হোসেন, পিরোজপুর

জেলার কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন চেয়ারম্যান এবং বরিশাল জোনের উপদেষ্টা মুস্তাফিজুর রহমান , মিলন মেলার বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য ওয়ালিদ, ঢাকা জোনের সহ সভাপতি জনাব মাহমুদ সম্রাট, আন্তঃজোন-কো-অর্ডিনেটর মোসলেহউদ্দিন তুহিন প্রমুখ। মিলন মেলায় অংশগ্রহনকারী মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা যায়। অনুষ্ঠান সম্পর্কে উপস্থিত থাকাবস্থায় অনেকেই সামাজিক যোগাযোগ ব্যবস্থায় তাদের

হৃদয় ছোঁয়া অনুভূতি প্রকাশ করেন। জনাব ওমর ফারুক স্টাটাস দেন “মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। কিছু মূহুর্ত প্রাপ্তির কিছু মূহুর্ত হারানোর বা বেদনার এই সবকিছু মিলিয়ে ৬০/৭০ বৎরের একটি পূর্নাঙ্গ জীবন। হাসি কান্না আনন্দ বেদনার মধ্য দিয়ে একদিন এই জীবনের পরিসমাপ্তি ঘটে। আজকের অনুষ্ঠানটি এই সময়েরই অংশ বিশেষ। দীর্ঘ সময় পর ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মজীবনের সহযোদ্ধাদের সাথে কিছু দূর্লভ মূহুর্ত

অত্যন্ত প্রানবন্ত ও মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত করলাম। যা আগামী দিনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এইবারের অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ন এই জন্য যে বিলম্বে হলেও সস্ত্রীক এই প্রথম আমরা অবসরপ্রাপ্ত নাবিক সংগঠনের আয়োজন। আমার ধারণা প্রথম হলেও ভাবীদের পদচারনায় অনুষ্ঠানস্হল ছিল আনন্দ উল্লাসে মুখরিত। যা ইতিপূর্বের অনুষ্ঠান গুলোতে পরিলক্ষিত হয়নি।

মহিলাদের অংশগ্রহণে গোল পোস্টে ফুটবল কিক করা, ঝুড়িতে টেনিস নিক্ষেপে বিজয়ী এবং যাদের গিফট ব্যাগের মধ্যে “মিলনমেলা” লেখা প্লেকার্ড প্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া লাকী কুপন ড্রর বিজয়ী প্রথম ১০ জনের মধ্যে আকর্ষণীয় পুরুস্কার ছিলো ভিন্নমাত্রা সংযোজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top