রিপোর্টার এইচ এম বাবুল আক্তার ঃ যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।শুক্রবার সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের বেগারীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মনিরামপুর সড়কের বেগারীতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ধাক্কা দেয়।এ সময় হোটেলে ও চায়ের দোকানের সামনে থাকা স্থানীয় টুনিয়াঘরা গ্রামের শামসুর রহমান (৫৫), তহিদুল ইসলাম (২৮), হাবিবুর রহমান পঁচা (৪০), তার ছেলে তৌহিদুর রহমান (৮) ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান (২৮) ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় ৩ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে উভয়পাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন পলাশ, সহকারী ভূমি কমিশনার আলী হাসান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক-হেলপার পালিয়েছে। গাড়িটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।