মোছাঃ শারমিন আক্তার বগুড়া ::: বগুড়ার আদমদীঘির সান্তাহার, রেলওয়ে বুকিং অফিসের সামনে থেকে ট্রেনের টিকিট কালোবাজারীতে বিক্রি করার, সময় রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা এক কালোবাজারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সুপুন সরকার সান্তাহার চা বাগান এলাকার স্বপন সরকারের ছেলে। রবিবার সকালে টিকিট কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, রবিবার সকালে সুপুন সরকার বুকিং অফিস চত্বরে কালোবাজারীতে টিকিট বিক্রি করার সময়
নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে। এ সময় তাঁর নিকট থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের পাঁচটি টিকিট উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন টিকিট কালোবাজারি ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।