জামরুল ইসলাম রেজা ছাতক::: সুনামগঞ্জের ছাতকে শান্তি -সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে সংবেদনশীল সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি কার্যক্রম। পট গান ও নাটক প্রদর্শনীর আয়োজন করে আস্থা যুব ফোরাম। মঙ্গলবার সকালে শহরের পাবলিক খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রটারি সাংবাদিক সাকির আমিন। ছাতক উপজেলা যুব ফোরামের সভাপতি জামরুল ইসলাম রেজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মি মরতুজ আলী নয়ন।
বৈষম্য বিলোপের পট নাটকের গীত রচনা করেন কবি মোহাম্মদ ইলিয়াস ফকির, পরিকল্পনায় রফিকুল ইসলাম খোকন, নির্দেশনায় স্বপন কুমার গুহ। সুইজারল্যান্ডের অর্থায়নে অনুষ্ঠান বাস্তবায়ন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর। সার্বিক সহযোগীতা করে ছাতক উপজেলা যুব ফোরামের নেতৃবৃন্দ। সমাজে সচেতনতা সৃষ্টি ও বৈষম্য দুর করতে বিভেদ দাঙ্গা হাঙ্গামা ও অন্যায় অবিচার নির্মূলের লক্ষ্য এ আয়োজন।