নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রবিদাস সম্প্রদায়ের গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে নূর নবী সরকার (৪৬) নামে এক যুবককে আটকের পর থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) থানায় মামলাটি দায়ের করেন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চাকরান আধখোলা গ্রামের নির্যাতিত গৃহবধূর স্বামী। অভিযুক্ত যুবক নূর নবী সরকার একই ইউনিয়নের সিনজানী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বিভিন্ন হাট-বাজারে জুতা সেলাইয়ের কাজ করে সংসার চালায়। তাই প্রতিদিনের মতো রবিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে
বের হয়ে যায়। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে সে বাড়িতে ফিরে দেখে বাড়ির সিঁড়ির সামনে তার স্ত্রীর সাথে নূর নবী সরকার হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির ঘটনা ঘটাচ্ছে। তখন সে চিৎকার করলে নূর নবী সরকার সেখান থেকে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। সেসময় সেসময় গৃহবধূর স্বামী ও স্থানীয় জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোনো জবাব দেয় না। তারপর বিষয়টি থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর নবী সরকারকে স্থানীয় জনতার নিকট থেকে পুলিশ হেফাজতে নেন। গৃহবধূর স্বামী বলেন, আমার স্ত্রীকে নূর নবী সরকার অনেক আগে থেকেই উত্ত্যক্ত করতো। তাকে বারবার নিষেধ করলেও কথা শুনতো না। থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। আর থানা পুলিশ অভিযুক্ত আসামিকে আদালতে প্রেরণ করেছে।