নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়া নন্দীগ্রামে আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ড্রাইভার শাখার ১ম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে আব্দুর রাজ্জাক মোটর সাইকেল মার্কায় মোট ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আজিজুল হক রুবেল ট্রাক মার্কায় পেয়েছেন ৫০ ভোট। অপরদিকে, সাধারন সম্পাদক পদে হরিন মাকার্য় ৫৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম রব্বানী। তার নিকটতম প্রতিদ্বন্দী সাইদুল ইসলাম বাবু ছাতা মার্কায় পেয়েছেন ৫৭ ভোট। এছাড়াও কোষাধ্যক্ষ পদে দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে শাহিন মাহমুদ এবং সড়ক সম্পাদক পদে ফেরদৌস আলম নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩১শে জানুয়ারী) নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ফিলিংস্টেশন সংলগ্ন অন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ড্রাইভার শাখা কার্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন। অনুষ্ঠানে নির্বাচন কমিটির দায়িত্ব পালন
করেন অন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বগুড়া জেলার সহ-সভাপতি শাজাহান আলী এবং সাংগঠনিক সম্পাদক আল-আমিন। সর্বমোট ১৩টি পদে অনুষ্ঠিত নির্বাচনে ৮টি পদে কোন প্রতিদ্বন্দী না থাকায় ৫টি পদে নির্বাচনের আয়োজন করেন কর্তৃপক্ষ। নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দীতায় বিজয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মুক্তার, প্রচার সম্পাদক আকবর আলী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, কার্যানির্বাহী সদস্য- হাসান ফারুক, জাহিদুল ইসলাম, সোহেল রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বগুড়া জেলা শাখার উপদেষ্টা মীর আলম, সভাপতি রাসেল মন্ডল, সাধারন সম্পাদক মিন্টু খান, সহ-সভাপতি দুলাল প্রামানীক, শাজাহান আলী, যুগ্ম-সাধরন সম্পাদক সেলিম খন্দকার,কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুদ রানা, সড়ক সম্পাদক সাজু, রেজাউল করিম।