মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::: মিরসরাইয়ে চুরি থামচেই না প্রতিরাতে কিছু না কিছু চুরি হচ্ছেই। ৩ দোকান, ৪ মোটরসাইকেল, ১টি অটোরিক্সা ও ইউনিয়ন পরিষদের মালামাল চুরির পর এবার লক্ষ টাকার গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গত ১মাসের মধ্যেই ঘটেছে এসব চুরির ঘাটনা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টায় মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পুর্ব খৈয়াছড়া থেকে একটি গরু চুরি হয়। জানাগেছে, পূর্ব খৈয়াছড়ার জাবেদ আলি ভূইয়া
বাড়ির আবুল কালাম প্রকাশ কেরানি এর একটি গরু রাত ৩টার সময় গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। আবুল কালামের ছেলে আলমগীর জানান, বাবা রাত তিনটায় গোয়াল ঘরে গেলে তখনও গরু গোয়ালে ছিল। ৩টার পর আমরা ঘুমিয়ে পড়লে কোন একসময় তিনটি গরুর মধ্যে আবাল গরুটি নিয়ে যায়। ওই গরুটি আমরা সামনের
কোরবানীর উদ্দেশ্যে মোটাতাজা করছিলাম। এটার বর্তমান মূল্য আনুমানিক ১লক্ষ টাকা হবে। মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, একটি বিট পুলিশিং মিটিং এ আছেন গরুচুরির খবর তার জানা নেই।