আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত

IMG_20250118_214246.jpg

Oplus_131072

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, (পশ্চিমবঙ্গ):::: আজ ১৮ই জানুয়ারী শনিবার, শিয়ালদা কোর্টে আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় কে তোলা হয়, কিন্তু জর্জ সাহেব সঞ্জয় রায় কে দোষী সাব্যস্ত করলেও, আগামী সোমবার শাস্তি ঘোষণা হবে বলে জানা যায়।  আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার দিন থাকায়, শিয়ালদা কোর্ট চত্বরে এবং শিয়ালদা মেট্রো স্টেশন এর সামনে পর্যন্ত কয়েকশো মানুষ জমায়েত হন, এমনকি যে সকল জুনিয়র ডাক্তার, অভয়া মনঞ্চরা, এতদিন ধরে আন্দোলন করে আসছিলেন, ন্যায় বিচারের আশায়, তাহারাও কোর্ট চত্বরে জমায়েত হন এবং স্লোগান দিতে থাকেন, সবাই ভেবেছিলেন হয়তো আজই শাস্তি ঘোষণা হবে।, প্রচুর মানুষ জমা হওয়ায় কোর্ট চত্বরে ব্যারিকেড করে দেন এবং র‍্যাপ মোতায়েন রাখা হয় , যাহাতে কোনরকম গন্ডগোল না হয়, কিন্তু আজ দোষী সাব্যস্ত সঞ্জয় রায় হওয়া সত্বেও আগামী সোমবার তার শাস্তি ঘোষণা হবে বলে জানা যায়। ‌ ফলে আন্দোলন ও স্লোগান তারা চালিয়ে যান এবং মিছিল করে তারা মৌলালি যুবক কেন্দ্রের কাজ পর্যন্ত যান, তাহাদের একটাই দাবি, প্রত্যেকটা দোষীদের শাস্তি চাই।, শুধু সঞ্জয় রায় নয়, সন্দীপ ঘোষ থেকে শুরু করে আর সকল দোষীদের শাস্তি চাই।, যতদিন না মূল মাথা ধরা পড়বে, আমরা আমাদের দিদি ও অভয়ার জন্য লড়াই চালিয়ে যাবো, তাহারা আরো বলেন, প্রশাসন উপযুক্ত দোষীদের না ধরে, এখন নিরীহ ও প্রতিবাদী মানুষদের ধরে মুখ বন্ধ করার জন্য রাতের অন্ধকারে তাদের বাড়ি পৌঁছাচ্ছে, কিন্তু আমাদের মুখ বন্ধ করতে পারবে না। আর তীব্র থেকে তীব্র হবে। সাধারণ মানুষেরাও জানান শুধু সঞ্জয় রায় দোষী নয়, আসল কালপিট দের ধরে সাজা দিতে হবে। কিছুক্ষণ বাদে দোশী সঞ্জয়

 

 

রায়কে পুলিশি পাহারায় কোর্ট চত্বর থেকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। আইনজীবী পার্থ বাবু জানান, আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় কে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে, রেপ ৬৪, রেপ ও মার্ডার ৬৬ এবং সতীনের এক বি এন এস, এই তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, আগামী সোমবার বিচারকের উপস্থিতিতে তার শাস্তির রায় ঘোষণা করা হবে ,‌ তবে কি সাজা হবে সেটা সোমবার জানা যাবে, তবে সর্বোচ্চ সাজা আশা করেন, সাংবাদিকদের তরফ থেকে আইনজীবীকে রুদ্রাক্ষের ব্যাপারে জানতে চাইলে, একটি কথাই বলেন এই কথাটা অনেকবারই বলেছেন।, কারণ সঞ্জয় রায় বলেছেন আমি যদি দোষ করতাম তাহলে এই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত, আমি দোষী নয়। এছাড়াও তিনি বেশ কয়েকটি কথা মহামান্য আদালতের কাছে বলতে চাইলে,, মহামান্য জর্জ সাহেব জানান, আগামী সোমবার শাস্তি ঘোষণার আগে আপনার যা কিছু বলার বলবেন। ‌ এদিকে আর জি কর হাসপাতালের ঘটনায়, মৃত অভয়ার বাবা বলেন, সাংবাদিকরা তাহার কাছে কিছু কথা জানতে চাইলে , সাংবাদিকদের সামনে বলেন আমি আমার মেয়ের দোষীদের উপযুক্ত শাস্তি আশায় দিন গুনছি, কোন আপস করিনি । কিন্তু আজ সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ায়, আমি আইনজীবীদের উপরে ভরসা পেয়েছি, এবং মহামান্য আদালত আমাদের দিকে তাকিয়েছেন। আশা করব এইভাবে আরও দশীরা শাস্তি পাবে এবং দোষ বেরিয়ে আসবে। আমার মেয়ে শান্তি পাবে, এইটুকুই প্রার্থনা করব সবার কাছে, আগামী সোমবার পুনরায় দাকোর্টে সঞ্জয় রায়কে আনা হবে,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top