তেরখাদা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন

IMG_20250102_183151.jpg

Oplus_131072

তেরখাদা প্রতিনিধিঃ:: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গত ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের অফিসার এবং অন্যান্য শ্রেণি পেশার লোকদের সমন্বয়ে এক ব‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথির

বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শহীদুর রহমান ও সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন জাগরণী সমাজকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, আদর্শ মোল্যা সংঘের সভাপতি ও সাবেক ব্যাংকার মোঃ হেকমত আলী মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আহাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হানিফ সিকদার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার অরুফা খাতুন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান,

এসিসট্যাস্ট প্রোগ্রামার লিডাম পল বালা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এম এ কাদের ও মোঃ শাহ আলম রিপন। অনুষ্ঠানে এছাড়া অন্যান্য দপ্তরের অফিসার, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে আর্থ সামাজিক উন্নয়ন এবং সমাজকল্যাণ মূলক কাজে বিশেষ অবদান রাখায় জাগরণী সমাজকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক কে এম আলী এহসান এবং আদর্শ মোল্লা সংঘের সভাপতি ও ব্যাংকার মোঃ হেকমত আলী মোল্লাকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়। সমাজসেবা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top