কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামের এখলাছ মিয়ার ছেলে শামীম (২০)নামে এক যুবক আত্নহত্যা করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে পরিবারের লোকজনের অজান্তে বসত ঘরের বারান্দায় কুরোর সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। কেন্দুয়া থানার পুলিশ বুধবার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করে। এ বিষয়ে ইউপি সদস্য হুমায়ুন কবিরের
সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,শামীম মানসিক রোগী ছিল। বলাইশিমুল ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত কেন্দুয়া থানার এস আই আলিমুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করি এবং থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।