কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম::: আজ পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, শুরু হয়েছে শীতের পিঠে পুলি র উৎসব।আজ এই উৎসবের উদ্বোধন করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তেওয়ারি আই পি এস। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার ডি এম জনাব সৈয়দ সিয়াদ সাহেব আই এ এস সাহেব। এই শীতের মুর্হুতে এই পিঠে পুলি উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ মেলায় ভিড় করবে। এই ঐতিহ্যবাহী পিঠা পুলি উৎসবে, যাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরি করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশের ব্যাবস্থা এবং সাথে থাকছে ড্রোন ব্যবহার ও সাদা পোশাকে পুলিশ। প্রতিবছর ন্যায় এই বছরও পিঠে পুলি র উৎসব দেখতে বাঁকুড়া জেলা ও জেলার বাইরে থেকে প্রচুর মানুষের সমাগম হবে। নিরাপত্তা
নিশ্চিত করতে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সবধরনের ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শ্রী বৈভব তেওয়ারি। এই মেলায় গ্রাম বাংলার পিঠে পুলি র সাথে থাকছে হরেক রকমের মিস্টি ও মিঠাই এর নানা ধরনের পদ থাকছে। এই ঐতিহাসিক পিঠে পুলি র মেলা যুগযুগ ধরে চলে আসছে। এই মেলায় আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন মিঠাইয়ের পদ নিয়ে উপস্তিত থাকেন।।