মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর(কিশোরগঞ্জ): ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানে প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা । এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাকীন মাশরুর খান ও তাঁর সহধর্মিণী নুঝাত তাসনিম দৃষ্টি, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজা-ই রাব্বি ও শাকিল আহমেদ। চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।