বৃহস্পতিবার সীতাকুণ্ডের সাবেক সাংসদ আবুল কাসেম মাস্টার এর ৭ম মৃত্যু বার্ষিকী

 সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:::    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গণমানুষের নেতা, সাবেক প্যানেল স্পিকার ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এ বি এম আবুল কাসেম মাস্টারের আগামীকাল ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) ৭ম মৃত্যুবার্ষিকী। তিনি সীতাকুণ্ড সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দু’বারের নির্বাচিত সংসদ সদস্য ছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন ত্যাগী নেতা হিসেবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সলিমপুুর এমপি বাড়ীতে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল,খতমে কোরআন, কবরে পুস্পমাল্য অর্পণ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্বরণসভা এবং জেয়াফতের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top