রিপোর্টার মিজানুর রহমান::: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক বাপ্পি গোলদার এর পিতা মোঃ আব্দুল হাদী গোলদার দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় গতকাল রাতে ৭:৩০ ইন্তেকাল করেছেন। আজ সকাল এগার টায় নারায়ন খালী ঈদগা ময়দানে তার জানাজা সম্পন্ন হয়েছে। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন দাকোপ বটিয়াঘাটা মানুষের হৃদয়ের স্পন্দন ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান, এমডি খায়রুল ইসলাম জনি সাবেক
চেয়ারম্যান ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদএছাড়া শত শত ধর্মপ্রাণ মুসলমান , এ সময় বাপ্পি তার পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন সর্বোপরি তার মাতা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন রাব্বুল আলামিন তার পিতা-মাতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন। সর্বশেষ সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি এর পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া চেয়েছেন। জানাযায় ইমামতি করেন মাওলানা মেজবাহ উদ্দিন সাহেব।