গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক হত্যার হুমকি থানায় সাধারণ ডায়েরি

IMG_20241209_134402.jpg

Oplus_131072

তপু শেখ গোপালগঞ্জ::: শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি টুঙ্গিপাড়া থানায় এই সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী ওই গণমাধ্যমকর্মীর নাম তপু শেখ ।তিনি দৈনিক একুশের বাণী ও লোকালয় বার্তা গোপালগঞ্জ প্রতিনিধি। এদিকে অভিযোগ উঠা তাজুওরফে জসিম উদ্দিন (৩৫) টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের মাহাতাব শেখের ছেলে। থানা ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়,গত ১১ই মে সাংবাদিক তপু শেখের পুত্র আরমান শেখ (২০) কে কয়েক দল সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রেখে যান। সেই হত্যা মামলায় শ্রিরাম কান্দি গ্রামের হেলালকে আসামি করায় এবং গত বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) সাংবাদিক পুত্র আরমান শেখের হত্যার চার মাস পরে পুত্র হত্যার কোন বিচার পাননি এ বিষয়ে নবধারায় একটি সাক্ষাৎকার প্রকাশ করায় সাংবাদিক তপু শেখ কে হত্যা ও রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন শ্রীরাম কান্দি গ্রামের

তাজু ওরফে জসিম উদ্দিন ভুক্তভোগী সাংবাদিক তপু শেখ বলেন,গত শুক্রবার (২০ সেপ্টেম্বর )রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় গোপালগঞ্জ সদর থানার এলাকায় সাংবাদিকতার কাজ কর্ম শেষে বাড়ীতে আসি। ঐ দিন রাত আনুমানিক ১০.১৫ ঘটিকার সময় আমার পরিবারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আমি ও আমার স্ত্রী মোসা: সাজেদা পারভীন (৩০) সহ মল্লিকের মসজিদের সামনে জনৈক মল্লিকের দোকানে যাই। কেনা কাটা শেষে আমরা বাড়ীতে ফেরার পথে হেলালকে আমার সন্তানের হত্যা মামলায় তাহার নাম কেন সন্দেহের তালিকায় রাখিয়াছি এবং তদন্তকারী কর্মকর্তাকে তাহার নাম বলিলে

তাজু আমাকে দেখে নিবে মর্মে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে। এছাড়াও আরো হুমকি দেয় যে, তিনি আমাকে রাজনৈতিক মামলায় ফাসাইয়া দেওয়া সহ আমি সাংবাদিকতা কিভাবে করি তাও দেখে নিবে মর্মে হুমকি প্রদান করে।আমি বাঁচতে চাই এবং আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক, জিডি নাম্বার ৭২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top