খুলনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ উদ্বোধন

IMG_20241106_200507.jpg

Oplus_131072

সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ (বুধবার) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের কোন বয়স নেই। মানুষের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার অনেক কিছু রয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা খুবই জরুরি। তিনি আরও বলেন, যেকোন  প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি খুলনার সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য পিআইবিকে ধন্যবাদ জানান।

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আনিসুজ্জামান। বক্তৃতা করেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ড্যাফোডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান। খুলনা জেলার ৩৫ সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top