টাঙ্গাইলের মধুপুরে পুলিশ চেকপোস্ট উদ্বোধন

IMG_20241104_170030.jpg

Oplus_131072

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে বহুল আলোচিত রুপা ধর্ষণের পর হত্যা ও পরবর্তীতে আবার একই কায়দায় বাস ডাকাতি ও নারী ধর্ষণের ঘটনা এবং পরপর আরও কয়েকটি ডাকাতির ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল-জামালপুর- ময়মনসিংহ  আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার নরকোনা নামক স্থানে নতুন ভাবে আশুরা পুলিশ চেকপোস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম-সেবা) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই পুলিশ

চেকপোস্টের উদ্বোধন করেন। চেকপোস্ট উদ্বোধন কালে মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন,  চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ, সড়ক পথের যানবাহনের যাত্রী ও এলাকার জনগণের নিরাপত্তা বিধানে কাজ করবে। পুলিশের এ নিরাপত্তা বিধানের কাজে সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো.শরফুদ্দীন, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবীর সহ তদন্ত ওসি রাসেল আহমেদ, লাউফুলা ফাঁড়ি ইনচার্জ, অরনখোলা ফাঁড়ি ইনচার্জ ও মধুপুর থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top