মৌলভীবাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ‘বিনা লাভের বাজার

IMG_20241030_210253.jpg

Oplus_131072

 নিজস্ব প্রতিবেদক: জালাল উদ্দিন::::::  মৌলভীবাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে, ব্যতিক্রমী উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষের মাঝে মুখে হাসি। মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তি লাভের জন্য শিক্ষার্থীদের এ আয়োজন। বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন মৌলভীবাজারে চালু হয়েছে বিনা লাভের এ সবজি বাজার। কম দামে সবজি কিনতে পেরে মুখে হাসি ক্রেতাদের। বুধবার ৩০ অক্টোবর ২০২৪ইং, সকাল থেকে পৌর শহরের চৌমূহনা এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সপ্তাহব্যাপী এই বাজার চালু করা হয়। সরেজমিন দেখা যায়, ইচ্ছে মতো শাক-সবজি, ডিম-আলুসহ বিভিন্ন পণ্য ক্রয় করছেন সাধারণ মানুষ। কম মূল্যে বাজার করে চোখে মুখে তাদের স্বস্তির ছাপ। খবর পেয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত। এছাড়াও আসছেন মধ্যবিত্তরাও, সবাই হাসি

 

মুখে আনন্দে বাজার করছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও উদ্যোক্তাদের একজন বলেন, হাত বদল হলেই পণ্যের দাম বাড়ে, মাঝখানে সুবিধা নেয় সিন্ডিকেট। কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছি। কোনো লাভ রাখা হচ্ছে না। এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে চলবে। আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই বাজার চালু হয়েছে। শিক্ষার্থীদের বিনা লাভের বাজারে স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। সবাই আনন্দে বাজার করছেন হাসি মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top