তেরখাদা প্রতিনিধিঃ ৩০ অক্টোবর সকাল ১১ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তেরখাদা এর উদ্যোগে তেরখাদার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ সহায়তার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রিয়াঙ্কর কুন্ডু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা,
একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ শিকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল। অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার ও কৃষক গণ উপস্থিত ছিলেন। এদিনে উপজেলা বিভিন্ন ইউনিয়নের ২৫০ জন কৃষক কে ৮পদের শীতকালীন সবজি এবং রাসায়নিক সার বিতরণ করা হয় । উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।