সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনে ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশন এবং আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর যৌথ আয়োজনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমস ২০২৪ (স্পিক্সকন ২০২৪) শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ০১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মেলনের চিফ প্যাট্রন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান এবং আইইইই’র উইমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের
প্রফেসর ড. সেলিয়া শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান তালুকদার, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও চুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক, আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. শেখ আ. ফাত্তাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইইইই বাংলাদেশ সেকশনের কনফারেন্স কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মনিরুজ্জামান।
এ আন্তর্জাতিক সম্মেলনে ২০০ জন দেশি-বিদেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশ নেবেন। আইইইই স্পিক্সকন ২০২৪ শীর্ষক সম্মেলন এর সাথে প্রোকন-২০২৪ এবং সিম্পসিস্ট-২০২৪ নামে দুটি আলাদা কো-লোকেটেড কনফারেন্স অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রোকন পর্ব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং সিম্পসিস্ট পর্ব খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজন করবে। সিম্পসিস্ট পর্বে টেকনিক্যাল টক এন্ড প্যানেল ডিসকাশন, হিউম্যানিটেরিয়ান প্রজেক্ট এক্সিবিশন, হিউম্যানিটেরিয়ান প্রজেক্টস ফর দ্যা ফ্লাড-অ্যাফেক্টেড পিপল, ওয়ার্কশপ অন হিউম্যানিটেরিয়ান প্রজেক্টসসহ নানা ধরনের বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করা হবে। এছাড়া আইইইই স্পিক্সকন ২০২৪ শীর্ষক সম্মেলন এর সাথে আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কংগ্রেস ২০২৪ খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।