চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীন নৌবাহিনীর দুটি জাহাজ

IMG_20241013_132927.jpg

Oplus_131072

।।সংবাদ বিজ্ঞপ্তি।।

চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীন নৌবাহিনী জাহাজ ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’। চীন নৌবাহিনীর সফরকারী জাহাজদ্বয়ের মধ্যে একটি জাহাজ ‘চি জি গুয়াং শনিবার (১২ অক্টোবর-২০২৪) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চীপ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আছাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, সফরকারী অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ সফরকালে চট্টগ্রাম বহিঃনঙ্গরে অবস্থান করবে। এর আগে জাহাজদ্বয় বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়। চীন নৌবাহিনীর

 

ফ্লীট কমান্ডার রিয়ার এডমিরাল ঝাই বাউরান ও রিয়াল এডমিরাল সান ঝং গি এর নেতৃত্বে চীন নৌবাহিনী জাহাজ ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে। বাংলাদেশে অবস্থানকালে চীন নৌবাহিনীর ফ্লিট কমান্ডার জাহাজের অধিনায়ক বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চায়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অভিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শণীয় স্থান, বানৌজা ইশা খান, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত

 

বিএন আশার আলো স্কুল পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও ‘চি জি গুয়াং’ জাহাজটি পরিদর্শন করবেন।  চীন নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজদ্বয় আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালকের পক্ষে উপপরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top