শচীন্দ্রনাথ মন্ডল দাকোপ (খুলনাঃ প্রান্তিক জেলেদের আর্থসামাজিক উন্নয়নে সরকারের প্রচেষ্টার শেষ নেই। এ জনপদের মানুষের ক্ষতি হবে, এমন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা বিবেচনা করেই বর্তমান সরকার মাছের প্রজনন মৌসুমে মৎস্য শিকারে যেমন জেলেদের নিষেধাজ্ঞা দিয়েছে তেমনই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছেন। যার ফলে জেলেরা নিষেধাজ্ঞার সময় অবসর না থেকে গরু পালন করে জীবিকানির্বাহ করছে।
রবিবার (৬)অক্টোবর সকাল সাড়ে১০ টার দিকে খুলনার দাকোপ উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের অংশ
হিসেবে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে ১৬জন জেলেদের মাঝে এই বকনা গরুর বাছুর বিতরণ করা হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন , দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশ প্রমুখ।