দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আঃ রউফ গ্রেফতার

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাখোহাটি নিবাসী গাজী আঃ রউফকে পুলিশ গ্রেফতার করেছে। দিঘলিয়া থানার ৪ আগষ্ট দায়রকৃত মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্ররণ করা হয়েছে। দিঘলিয়া থানার মামলা নং ৩ তাং ৪/০৯/২০২৪ ইং।
দিঘলিয়া থানা পুলিশ শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) রাতে তাকেগ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, গত ২০২২ সালে বিএনপি নেতা-কর্মীরা ট্রলার যোগে ফুলতলার শিকিরহাট নদী ঘাট থেকে খুলনা বিভাগীয় সমাবেশ যোগদানের উদ্দেশ্য রওয়ানা করলে দিঘলিয়ার চন্দনীমহল কাটাবন নামক

স্থানে পৌঁছালে উল্লেখিত আসামীরা স্বদলবলে অস্ত্রশস্ত্র, লাঠিসোটা নিয়ে ট্রলারে হামলা করে। এ হামলায় তাদের অনেকে নদীর ভেতর পড়ে যায়। মালামালসহ তাদের ডেকভর্তি খাবার ও থালাবাটি নদীতে ফেলে দেয়। অনেকে তাদের আাঘাতে আহত হয়। খুলনার আনোয়ার হোসেন বাবু নামে জনৈক নেতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top