সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নানামুখী কর্মকাণ্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ ফিরে এসেছে। তারুণ্যের তালে তালে আমি মুগ্ধ। পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীরা মানসিক প্রশান্তি পায়। একদিকে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, অন্যদিকে গরু-খাসি ভোজ ও কাওয়ালী সন্ধ্যা, আবার এদিকে সাংস্কৃতিক সন্ধ্যা সবমিলিয়ে ফ্যান্টাস্টিক আয়োজন। এটিই প্রমাণ করে খুলনা বিশ্ববিদ্যালয়
অন্য সবার থেকে ব্যতিক্রম। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। গতকাল ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সংগঠন ভৈরবী’র আয়োজনে ‘প্রিয়া ক্যাফে ২.০’ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে জনপ্রিয় সব গান পরিবেশন করে ঢাকা থেকে আগত ব্যান্ড দল ‘সহজিয়া’। এছাড়াও স্থানীয় শিল্পীরা তাদের সুরের মুর্ছনায় শিক্ষার্থী ও দর্শকদের মাতিয়ে রাখে।