ষ্টাফ রিপোটার ::::: সরকারী কোন বৈধঅনুমতি না নিয়ে সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে তালার উপজেলার সরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যানের ছেলে ফিরোজ হোসেনের বিরুদ্ধে। বুধবার ২৫ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার কপোতাক্ষ নদীর তীরবর্তী এলাকা থেকে গাছ কাটার পরে কাট জব্দ করে তালা সহকারী ভূমি কর্মকর্তা। ফিরোজ হোসেন সরুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের বড় ছেলে। সে পাশাপাশি সামাজিক বনায়ন সংস্কারের সভাপতি দ্বায়িক্ত পালন করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফিরোজ হোসেন গাছ সুরোক্ষার নামে নিজেই গাছ কেটে আত্মসাৎ করে আসছে । বুধবার সকালে তার লোকজন দিয়ে সরকারী গাছ কেটে বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার সময় তালা সহকারী
ভূমি কর্মকর্তাকে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকরা খবর দিলে তিনি দুই ভ্যান কাট জব্দ করে দিয়ে নিয়ে যান। অভিযোগ অস্বীকার করে সামাজিক বনায়ন সু-রক্ষা কমিটির সরুলিয়া শাখার সভাপতি ফিরোজ হোসেন জানান ,সামাজিক বনায়ন রক্ষার্থে লাগানো গাছ থেকে সরকার পাবে ১৫% সেই চুক্তিতে গাছ লাগানো ছিল। গাছ কাটার অনুমতি পত্র তার কাছে আছে। বর্তমানে অনান্য গাছ রক্ষার জন্য ৫টার মরা গাছ সেঁটে ফেলা হয়েছে। এগুলি বন কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। তালা সহকারী ভুমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন জানান, কপোতাক্ষ নদীর তীরের পাটকেলঘাটা শ্মশান ঘাট এলাকা থেকে অবৈধ ভাবে গাছ কাটার সময় দুই ভ্যান কাট জব্দ করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।