আমতলীতে লেকের পানিতে পৌরসভার  সড়ক বিলীন

IMG_20240925_185903.jpg

Oplus_131072

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনাঃ আমতলী পৌরসভার ব্যস্ততম পল্লবী সড়কটি সংস্কারের অভাবে ভেঙ্গে পাশ্ববর্তী লেকের পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এটি দ্রুত সংস্কার করা না হলে ভাঙ্গনে পুরো সড়ক ধসে পড়লে দুটি ওয়ার্ড ও বিদ্যালয়গামী শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার পৌরবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হবে।

আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারী একেস্কুল-বটতলা পর্যন্ত  পৌনে ১ কিলোমিটার পল্লবী  সড়কটি ২০১৬ সালে নির্মান করা হয়। এই সড়কের পাশেই রয়েছে আমতলী সরকারী একেহাইস্কুল এবং  একেহাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়। সড়কের উত্তর প্রান্তে রয়েছে পৌরভবন। সড়ক সংলগ্ন পশ্চিম পাশের্ব রয়েছে ৩২ একরের বিশাল লেক। সড়কটি নির্মানের সময় লেকের পানির ঢেইয়ের ভাঙ্গনের হাত থেকে সড়ক রক্ষার জন্য আংশিক জায়গায় সিমেন্টের শ্লাব ও খুটি দিলেও অনেক জায়গায় তা না দেওয়ায়  এবছর  বর্ষা মৌসুমে

সড়কের পাশ জুরে বিশাল  তালগাছসহ ৫০ মিটার সড়ক ধসে লেকের পানিতে পরে  যায়।  সড়কের অর্ধেকের বেশী পরিমান ধসে পানিতে পরে যাওয়ায় এখন এম্বুলেন্স, মাইক্রোবাস, ফায়ার সার্ভিসের গাড়ী ও পিকআপসহ ভারী যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ রয়েছে। এতে পল্লবীবাসী তাদের নানা জিনিসপত্র পরিবহন এবং এম্বুলেন্স প্রবেশ করতে না পরায় মারাত্মক ভোগান্তিতে পরেছে। সড়কটির যে দশা হয়েছে তাতে আরেকটু ধসে পড়লেই সড়কটি দিয়ে মানুষসহ সকল যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে যাবে।

এই সড়কের পাশেই রয়েছে আমতলী সরকারী একেহাইস্কুল এবং  একেহাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এই সড়ক দিয়ে অন্তত ৫ শতাধিক শিক্ষার্থীরা চলাচল করে। এছাড়া এই সড়কের পাশে রয়েছে আমতলী পৌরসভার দুই ও তিন নম্ব ওয়ার্ড। দুই ওয়ার্ডসহ পৌরসভার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কটি সম্পূর্ন ধসে পড়লে দুই ওয়ার্ডসহ দুটি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়বে। তাদেরকে কয়েক কিলোমিটার ঘুরে অতিরিক্ত রিক্সাভাড়া দিয়ে পৌরভবনসহ শহরের বিভিন্ন্ জায়গায় চলাচল করতে হবে।

আমতলী সরকারী একেহাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শিরিন আক্তার বলেন, আমরা প্রতিদিন এই সড়ক দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করি। সড়কটি ধসে যাওয়ার ফলে এখন অনেক ঝুকি নিয়ে রিক্সায় আমাদের চলাচল করতে হয়। যদি সড়কটি দ্রুত সংস্কার করা না হয় তাহলে সড়কটি সম্পূর্ন ধসে পড়লে আমাদের এই সড়ক দিয়ে চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে যাবে। এতে আমাদের শত শত শিক্ষার্থীদের দ্বিগুন রিক্সা ভাড়া দিয়ে অনেক পথ ঘুরে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হবে।

রিক্সা চালক আলী হোসেন বলেন, আগে আমরা এই রাস্তা দিয়া ঠিকমত রিক্সা চালাইতে পারতাম। ভাঙ্গনের পর এহন আমরা ভয়ের মধ্যে দিয়া এই রাস্তায় রিক্সা চালাই। পল্লবী এলাকার বাসিন্দা ব্যবসায়ী লিটন বলেন, পল্লবী সড়কটির যে অংশ ধসে পড়েছে ওই জায়গার এক পাশে লেক অন্যপাশে সরকারী পুকুর। এখন পুকুরের পার ধসে পড়লেই সড়কটির সংযোগ বিচ্ছিন্ন হবে। এতে আমরা এই এলাকার কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পরবো। পল্লবী এলাকার এক নারী বাসিন্দা মর্জিনা বেগম বলেন, পল্লবী সড়কের ৫০ মিটার সড়ক ধসে পরায়  সড়ক দিয়ে ফায়র সার্ভিস, এম্বুলেন্স এবং পিকআপ প্রবেশ করতে পারছে না ফলে আমরা এখন অনেক ভোগান্তিতে আছি।

দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মুছা মোল্লা বলেন, লেকের পারে গাইড ওয়াল না থাকায় সড়কটি ধসে পরেছে। এটি সংস্কারের জন্য বর্তমান পৌর প্রশাসকের নিকট প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।

আমতলী পৌর প্রশাসক ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক  (জেনারেল) শুভ্রা দাস বলেন, সড়কটি সরেজমিন দেখে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top