সাতক্ষীরা প্রতিনিধি ::: পাটকেলঘাটা থানা এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওভার ব্রিজের নিচ থেকে ৬৫ গ্রাম গাজা সহ চিহ্নিত এক মাদক ব্যাবসায়ী আটক । জানা যায় মাদক সম্রাট নামে পরিচিত সে যুগীপুকুরিয়া গ্রামের বিশ্বাস বাড়ি এলাকার বাচুন বিশ্বাসের মেজো ছেলে মেম্বার শহিদুল বিশ্বাস । সুএে জানা যায় গত ৮ মাস পুর্বে ৫০০ গ্রাম গাজা সহ মাদক দ্রব্য অধিদপ্তরের হাতে আটক হলেও আইনের ফাঁকফোকরে জেল না খেটেও জামিনে মুক্ত হয়ে আসে
।তারপর চলতি বছরের জুলাই মাসে ৫০ গ্রাম গাঁজাসহ পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর থেকে থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেন । লোকচক্ষুর আড়ালে চালিয়ে যেতে থাকে রমরমা মাদক ব্যাবসা। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশের হাতে গাজা সহ পাটকেলঘাটা ব্রিজের নিচ থেকে আটক হয় শ্রমিক লীগ নেতা শহিদুল বিশ্বাস । ।এ বিষয় পাটকেলঘাটা থানা অফিচার ইনচাজ কাঞ্চন কুমার রায় বলেন গাজা সহ আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানা একটি মামলা প্রস্তুতি চলছে ।