বিদ্যুতের লোডশেডিং ঠেকাতে অপচয় ও চুরি ঠেকাতে তদন্ত ও অভিযান পরিচালনা করা দরকার

InShot_20240915_170647810.jpg

সৈয়দ জাহিদুজ্জামানঃ বিদ্যুতের লোডশেডিং ঠেকাতে খুলনাসহ সারা দেশে বিদ্যুতের অপচয় ও চুরি প্রতিরোধে বিদ্যুতের কর্মকর্তাদের মাঠে ময়দানে তদারকি ও অভিযান পরিচালনা করা দরকার বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দেশের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষ শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য বিদ্যুতের নতুন নতুন প্লান্ট নির্মাণ করেছেন। কিন্তু দেশব্যাপী বিদ্যুতের অপব্যবহার, অপচয় ও চুরির ব্যাপারে মাঠে ময়দানে কোন তৎপরতা নেই বললেই চলে। দেশের পশ্চিমাঞ্চল জোনে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি বিদ্যুতের চাহিদা পূরণে বিদ্যুৎ কর্তৃপক্ষ উৎপাদন বাড়ানোর জন্য নতুন নতুন বিদ্যুৎ উৎপাদন

কেন্দ্র নির্মাণ করা হয়েছে। অপরদিকে বিদ্যুতের অপব্যবহার, অপচয়, দুর্নীতি ও চুরি প্রতিরোধে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পক্ষান্তরে লোকসানের দায় গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য বারবার বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে এমনটাই জানিয়েছেন এলাকার বিজ্ঞমহল। মানুষের ক্রমাগত চাহিদার পাশাপাশি বিদ্যুতের নানা অনিয়ম, অপচয়, দুর্ণীতি ও বিদ্যুৎ চুরির নব নব কৌশলসহ চুরি বেড়েছে। বিদ্যুতের পশ্চিম জোনে ব্যক্তি মালিকানাধীন কলকারখানা, নানা উৎপাদন মুখি প্রতিষ্ঠান, ভ্যান ও অটোরিকশা গ্যারেজসহ নানা প্রতিষ্ঠানে বিতরণ ও বিক্রয় কাজে নিয়জিত কর্মচারীদের সাথে মাসিক চুক্তিতে বিদ্যুৎ চুরি হয়ে থাকে। এছাড়া নানা কাঠের মিলেও চুরির অভিযোগ মানুষের মুখে মুখে। শীত মৌসুমে দেশের মহল্লায় মহল্লায়

পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা করে অবৈধ বিদ্যুতের সংযোগ ব্যবহার করে নানা ধরণের বিনোদনমুখি খেলাধুলা চালায় উঠতি বয়সী যুবকেরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিগত প্রায় দুই যুগ ধরে মাঠে ময়দানে তদন্ত বা অভিযানের তৎপরতার অনুপস্থিতি বিদ্যুতের চুরিসহ নানা অনিয়ম, দুর্নীতি ও চুরিকে আরো উৎসাহিত করেছে এমনি অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুতের এই ক্লান্তিলগ্নে বিদ্যুতের অপচয়, দুর্ণীতি, চুরি রোধকল্পে বিদ্যুত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মাঠে ময়দানে জোর অভিযান পরিচালনা করার দাবী সর্বমহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top