পাইকগাছায় গদাইপুর ইউনাইটেড যুব সংঘের অফিস উদ্বোধন

IMG_20240914_130422.jpg

Oplus_131072

শফিয়ার রহমান পাইকগাছা খুলনা ::::: খুলনার পাইকগাছায় অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছেন গদাইপুর ইউনাইটেড যুব সংঘের ৬০ সদস্য বিশেষ সমাজ কল্যাণ সংগঠন এই কমিটির উদ্যোগে দীর্ঘদিন যাবত মানুষের সুখে দুখে পাশে থাকেন , মানুষের কল্যাণমূলক সেবা করে আসছেন । আজ শুক্রবার অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন পাইকগাছা সিঙ্গার শোরুমের প্রোপাইটার সমাজ সেবক কাজী হেদায়েত উল্লাহ, ও বিশিষ্ট ব্যবসায়ি ইকবাল ফয়সাল , সাংবাদিক কাজী সোহাগ দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন গদাইপুর মারকাজ মসজিদের খতিব কাজী কুদরত উল্লাহ কাসেমী

 

,কাজী মিনারুল ইসলাম দ্বীপ সাধারণ সম্পাদক, কাজী মেহেদী হাসান মিরাজ প্রচার,সম্পদক, কাজী লিটন, নির্বাহী সদস্য, আল-আমিন বাবু,রব্বানী,কাজী মারুফ,আসিফুরজ্জামান,আব্দুল্লাহ,জুয়েল,রিপন রকি,মিথুন হোসেন,মাসুক,আতিক ,রনি,হাসিবুল ,পারভেজ,আপন সহ আরো অনেকে। এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এধরনের সেবা মুলক কাজ করেছি, সংগঠনের সকল সদস্যবৃন্দ আরো বলেন এখনও পর্যন্ত চেষ্ট করছি যতদিন সম্ভব জনগণের পাশে থাকার চেষ্টা করে যাবেন প্রতিশ্রুতি রেখে সংগঠনের পক্ষ থেকে আরো বলেন আমরা যেন সর্বক্ষণ গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top