সৈয়দ জাহিদুজ্জামানঃ খুলনার ফুলতলার বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬ এর একটি আভিযানিক চৌকস টিম। খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র ্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরিফিন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেলার
ভাটিয়াপাড়া থেকে খুলনার ফুলতলা উপজেলা বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফুলতলা ও নড়াইল জেলার অনেক সশস্ত্র সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা ও ফুলতলা এলাকায় নানা লোমহর্ষক হত্যাকান্ড সংঘটিত করার বিস্তর অভিযোগ মানুষের মুখে মুখে। যা তদন্ত হলেই বেরিয়ে পড়বে এমনটাই জানিয়েছেন এলাকার বিজ্ঞমহল।