খানজাহান আলী থানা প্রতিনিধিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি)চেয়ারম্যান পদে সদ্য নিয়োগ পাওয়া ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম এ ফায়েজকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুয়েটের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরপ প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। একই সাথে ইউজিসি’র চেয়ারম্যান হিসাবে প্রফেসর ড. এস এম এ ফায়েজকে এবং কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসাবে তাকে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করেছেন। গতকাল ৬ সেপ্টেম্বর এক অভিনন্দন বার্তায়
কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ইউজিসি’র নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ একজন শিক্ষাবিদ ও আদর্শবান গুণিব্যক্তিত্ব। তাঁর দক্ষতা এবং যোগ্যতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ^বিদ্যালয় গুলো গবেষণা এবং শিক্ষার গুণগত মান বজায় রেখে বিশ^মানের জ্ঞানের ভান্ডার হিসাবে এগিয়ে নিয়ে যাবেন। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আরো বলেন দেশের ছাত্র-জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সৃস্টি করেছে সেই বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ ভুমিকা রাখবেন নবনিযুক্ত ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর
ড. মুহাম্মদ মাছুদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)কে শিক্ষার গুণগত মানউন্নয়ন এবং গবেষণায় বিশ^মানের ও আদর্শ বিশ^বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সার্বিক সহযোগিতা কামনা করেন।
একই বার্তায় কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা বুলেটের মুখে বুকের তাজা রক্তা দিয়ে শহীদ হয়েছে সে সকল বীর শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকাহত সকল শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া যারা আহত হয়েছেন তাদের দ্রæত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।