ঝালকাঠিতে জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তা করল পূজা পরিষদ

InShot_20240825_184857055.jpg

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠিঃ ঝালকাঠিতে জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তা করল পূজা পরিষদ বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ কয়েকটি জেলা। চরম মানবিক বিপর্যয়ে বন্যার্ত মানুষেরা। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এ অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সংঘবদ্ধভাবে এগিয়ে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরাও। ঝালকাঠিতে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের ব্যয়ের টাকা থেকে বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত

নিয়েছে উৎসব উদযাপন কমিটি। শনিবার দুপুরে তারা ২৫ হাজার টাকা বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছে। বন্যা পরিস্থিতি অবনতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top