লোহাগড়া পৌরসভার অধীনে তিন তলা ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

IMG_20240820_100606.jpg

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ লোহাগড়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ তিন তলা ভবন নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষ পরস্পর যোগসাজসে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। এতে ভবনটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নির্মাণ কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়মের মাধ্যমে কাজটি শুরু হয়। টেন্ডার প্রক্রিয়ায় পৌর কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করে ঠিকাদার মিন্টুকে দিয়ে কাজটি করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পৌরসভা কর্মকর্তা জানান, ‘ নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাইয়ে যে কঠোরতা প্রয়োজন, তা মানা হয়নি। উপরোন্তু, নির্ধারিত মাপ অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়ায় ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।”

লোহাগড়া পৌরসভার মেয়র অনুপস্থিত থাকায় প্রকৌশলী রতন কুমার রায়ের কাছে সাংবাদিকরা তথ্য চাইলে তিনি তথ্য দিতে অস্বীকার করেন। ভবন নির্মাণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং জানান,”নির্মাণ কাজ নিয়ম মেনে হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ সঠিক নয়।” নির্মাণ কাজের অনিয়ম ও দূর্নীতি দূর করে দ্রুত সঠিকভাবে নির্মাণ কাজ করার দাবী জানিয়েছেন স্হানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top