ইমাদুল ইসলাম, যশোর :::::: যশোরের চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আফরা(চন্দ্রপুর) গ্রামের মো: বাবু মিয়ার বড় সন্তান মো আলামিন মৃত্যু বরন করেছেন। আল-আমিন রেনেটা ঔষধ কোম্পানীতে চাকরি করত বরিশালে। বরিশালের তলাতল নামক স্থানে ৫ই আগস্টে শেখ হাসিনার পদত্যাগের পর একদল দূর বিততরা একটি ঘরে আগুন দিলে আল আমিন আগুনে পুড়ে যায়। নিহত পরিবারের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন সে ঐ ঘরে অবস্থান করছিলেন। কারন তারা ঐ বাসায় ভারা থাকতো। আগুন লাগলে সে সময় মতো ঘর থেকে বাহিরে আসতে পারে নাই। আগুন ঘরে ছড়িয়ে পড়ার কারনে বাহিরে বের হওয়া সময় তার শরীরের ৭০% পুড়ে যায়। প্রথমে বরিশাল
হাসপাতালে চিকিৎসা দেন পরে ঢাকা শেখ হাসিনা বাওয়া ইউনিটে চিকিৎসা চলে আলামিনের। ১০দিন পর আজ সকালে মৃত্যু বরন করে। আল-আমিন একসময় সলুয়া মুত্তেশ্বরী কিন্ডারগার্টেন স্কুলে সুনামের সাথে শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছে। সবে ১০ মাসের মত হয়েছে রেনেটা ঔষধ কোম্পানীতে চাকুরি পান। তার এমন মৃত্যু বরনে এলাকায় মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।