খুলনায় কর্মস্থলে যোগ দিয়েছে পুলিশ – মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময়

IMG_20240811_200921.jpg

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকেঃ অবশেষে থানায় পৌঁছে গেছে পুলিশ সদস্যরা। অনেক ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতার মধ্য দিয়ে যথারীতি ডিউটি শুরু করেছেন তারা। থানার অফিসার ইনচার্জ (ওসি)রা বলেন, অনেক ভয়,ভীতি কাটিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করতে শুরু করেছি। সাংবাদিকসহ ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা চান তারা। তারা আরো বলেন, প্রতিটা থানায় পুলিশের সাথে সেনাবাহিনী সদস্যরা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছু পুলিশ সদস্য বলেন, আমাদের কোন সমস্যা নাই, কিন্তু রাত হলে একটু ভয় হচ্ছে,কারণ অভিজ্ঞতা থেকেই একথা বলছি, তারপরও আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে জান প্রাণ দিয়ে জনগণের পাশে

থাকবো। রবিবার খুলনা জেলার সোনাডাঙ্গা, খুলনা সদর, হরিণটানা, লবণচরা ও বটিয়াঘাটাসহ একাধিক থানায় ঘুরে এসব তথ্য সংগ্রহে পৃথক পৃথক ভাবে সৌজন্য স্বাক্ষাত করেন দৈনিক আমার সংবাদ ও চৌকস পত্রিকা প্রতিনিধি মহিদুল ইসলাম (শাহীন), আজকের পত্রিকা ও বিডি নিউজ প্রতিনিধি হিরামন মন্ডল সাগর, দৈনিক খুলনাঞ্চল ও দুর্নিতীর খোজ প্রতিনিধি কাজি আতিক, মানবাধিকার কর্মী কোহিনূর গাজী ও সাইফুল ইসলাম বাবুল

সহ বিভিন্ন মিডিয়া কর্মী এসময় উপস্থিত ছিলেন। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি), মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোঃ মমতাজুল হক,মনিরুল ইসলাম ও রিপন কুমার সরকার বলেন, ইতোমধ্যে থানার কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে সাংবাদকর্মী হিসেবে আপনারা খোঁজখবর নিচ্ছেন এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top