নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় দাদা নাতি সহ একই পরিবারের তিনজন নিহত

রিপোর্টারঃ মনজুরুল ইসলাম নাটোর::     নাটোরের লালপুরে ১৮ নভেম্বর বিকাল ৩.৩০ মিনিটের দিকে ১নং লালপুর ইউনিয়নের ডেবরপাড়া নামক স্থানে রেজিঃ বিহীন ডিসকভার মোটরসাইকেল আরোহী ১। মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-নুর মোহাম্মদ,৩। ইভান(৫), পিতা-সোহাগ, মোঃ সোহাগ (২৭), পিতা-শহিদুল ইসলাম,সবসাং-বিরপাড়া থানা লালপুর জেলা নাটোর গন লালপুর থেকে গোপালপুর যাওয়ার পথে ডেবরপাড়া নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা রেজি নাম্বার রাজ মেট্রো

ব-১১-০১৩৫, জি এম ট্রাভেল ঘাতক বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সোহাগ এবং ইভান ঘটনাস্থলে মৃতবরণ করেন এবং শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। তিন জনের মরদেহ লালপুর থানায় আছে। অজ্ঞাত ঘাতকচালক কৌশলে বাসটি ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত আছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top